শতাধিক দেশের চলচ্চিত্র নিয়ে উৎসব
প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর, ২০২৪ ১:১৮ অপরাহ্ণ | সংবাদটি ৭৫ বার পঠিত

বাইরে একাধিক সেশন রয়েছে। এসব সেশনে নুরুল রাশেদ চৌধুরী, জহিরুল ইসলাম, রফিকুল আনোয়ার, তারেক আহমেদ, নাঈম মোহায়মেনসহ অনেকে উপস্থিত থাকবেন। ২৭শে ডিসেম্বর বিকাল ৫টায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে সমাপনী ও পুরস্কার বিতরণীর আয়োজন থাকবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চিত্রশিল্পী ওয়াকিলুর রহমান ও সিটি ব্যাংকের চিফ ইকোনমিস্ট ও কান্ট্রি বিজনেস ম্যানেজার আশানুর রহমান। উৎসব পরিচালকের দায়িত্বে থাকছেন সৈয়দ ইমরান হোসেন কিরমানী।

