প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর, ২০২৪ ১:১০ অপরাহ্ণ | সংবাদটি ৩০ বার পঠিত
প্রান্তডেস্ক:মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর বায়োপিক বানাচ্ছেন নির্মাতা সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড। ‘ভাসানী’ নামের সে সিনেমার দৃশ্য ধারণের কাজ শুরু হবে আগামী বছরের মাঝামাঝিতে। এখন চলছে প্রি-প্রোডাকশনের কাজ। এ প্রসঙ্গে নির্মাতা বলেন, শুধু বাংলাদেশের ইতিহাস নয়, বৃটিশ শাসনামল থেকে শুরু করে এই অঞ্চলে সারা জীবন মওলানা ভাসানী রাজনৈতিকভাবে প্রভাবশালী ছিলেন। সিনেমার মধ্য দিয়ে নতুন প্রজন্মের সামনে তাকে তুলে ধরতেই সিনেমা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি।