লাখো শহীদ’র প্রতিএস,ডি,সি ‘র শ্রদ্ধা নিবেদন
প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর, ২০২৪ ৩:৫৩ অপরাহ্ণ | সংবাদটি ৬৯ বার পঠিত
প্রান্তডেস্ক:আজ মহান বিজয় দিবসে সিলেট ডেভলাপমেন্ট কাউন্সিল(এস,ডি,সি)’র কেন্দ্রীয়,জেলা ও মহানগর কমিটির নেতা কর্মি’রা সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার মামুন আলী আখতারের নেতৃত্বে শহীদ মিনারে পুস্প স্তবক অর্পনের মাধ্যমে মুক্তিযুদ্ধের ত্রিশ লাখ শহীদ ও সম্ভ্রমহারানো দু’লাখ মাবেনের আত্মত্যাগের প্রতি বিন্ম্র শ্রদ্ধা জানানোর সাথে শ্রদ্ধা নিবেদন করেন স্বাধীনতা অর্জনের পর থেকে আজ পর্য্যন্ত মানুষের অন্ন,বস্ত্র,শিক্ষা, চিকিৎসা্ ওবাসস্থান নিশ্চতের সংগ্রামে আত্মদানকরী সহ চলতি বছরে ফ্যসিষ্ট শেখহাসিনা সহ তার ধুষরদের ক্ষমতাথেকে বিদায় করার গন অভ্যুত্থানে আত্মদানকারীশহীদের প্রতি ।