স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে আওয়ামী নেতাসহ আটক ৭
প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর, ২০২৪ ২:০৯ অপরাহ্ণ | সংবাদটি ২৪ বার পঠিত
আওয়ামী লীগ নেতাকর্মীরা বলেন, ১৬ ডিসেম্বর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসে ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহাবুবর রহমান। তার নেতৃত্বে স্থানীয় ঢাকা-১৯ এর সংসদ সদস্যের কর্মীরা স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন। এসময় তারা পরিদর্শন ছাউনির পাশে নেতাকর্মীরা জড়ো হচ্ছিলেন। পরে খবর পেয়ে ডিএমপি (ডিবি) পুলিশ ও আশুলিয়া থানা পুলিশ শ্রদ্ধার্ঘ সহ ৭ নেতাকর্মীকে আটক করে ।
আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আবু বকর সিদ্দিক গনমাধ্যম কে বলেন, দুপুরে আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসে। এসময় ৭ জনকে আটক করা হয়েছে।