লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতির বিপক্ষে ঐক্যবদ্ধ ৪ ছাত্র সংগঠন
প্রান্তডেস্ক:লেজু লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতির বিপক্ষে ঐক্যবদ্ধ মত ব্যক্ত করেছেন ছাত্র শিবির, ছাত্র ইউনিয়নসহ ৪ সংগঠনের নেতারা। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির ডাস চত্বরে আয়োজিত ‘গণঅভ্যুত্থান পরবর্তী ছাত্ররাজনীতি প্রশ্নঃ নয়া স্বরুপ অনুসন্ধানের অভিপ্রায়’ শীর্ষক এক অনুষ্ঠানে এই মত ব্যক্ত করেন চার সংগঠনের নেতারা। অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ১ জন করে বক্তব্য রাখেন। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের বক্তব্য দেয়ার কথা থাকলেও তিনি উপস্থিত ছিলেন না। সংগঠনটির পক্ষ থেকে কোন প্রতিনিধিও অনুষ্ঠানে ছিলেন না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আমি মনে করি, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকতে হবে। কিন্তু ওই রকম ছাত্র রাজনীতি নয়, যেরকম ছাত্র রাজনীতিতে মাদার পার্টি তার ছাত্র সংগঠনের প্রেসক্রিপশন লিখে দেয়। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, ছাত্রশিবির ছাত্র রাজনীতির ক্ষেত্রে সৈয়দ আবুল আলা মওদুদীর মতকে প্রাধান্য দেবে। তিনি বলেছেন- ছাত্র রাজনীতি একটি ইবাদত। অর্থাৎ অন্যান্য ইবাদত যেভাবে করি ছাত্র রাজনীতিও সেভাবে আন্তরিকতার সঙ্গে করতে হবে বলে আমরা মনে করি। বিভিন্ন দেশে ছাত্র রাজনীতিকে আমরা যদি একটু স্টাডি করি আমরা দেখব- তারা গঠনমূলক কার্যক্রম করে। আমাদের দেশে সেটা হয় না। আমাদের সবচেয়ে দুঃখজনক অবস্থা হলো আমরা এখনো জাতীয় আদর্শ ঠিক করতে পারিনি। ডাকসুর সাবেক সমাজ সেবা সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ফোন থেকে দেখে চেক করে করে মারধর করার রাজনীতি থেকে আমরা বেড়ে উঠেছি। আমিই স্বয়ং মার খেয়েছি। আজ ছাত্রদলের প্রতিনিধি নাছির ভাই এখানে না এসে তারেক জিয়ার (বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান) মিটিং এ গিয়েছেন। এটাকে আমরা লেজুড়বৃত্তিকতা বলতে পারি কিনা, সেটাও একটা বড় প্রশ্ন। সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও বিতার্কিক রাফিয়া রেহনুমা হৃদি। তিনি বলেন, আমরা পূর্বের ছাত্রলীগের রাজনীতি দেখেছি এবং এর ভয়াবহতার শিকার আমরা নিজে। যে দুই জায়গায় ছাত্র রাজনীতি খুব বেশি চলেছে এবং সেই শিক্ষার্থীরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে সে দুটি হল এবং একাডেমিক এরিয়া। তাই আবাসিক হল ও একাডেমিক এরিয়ায় রাজনীতি আমি চাই না । ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু বলেন, সবার আগে আমাদের গণতান্ত্রিক প্রচেষ্টা আসতে হবে সিআর ইলেকশনের গঠনগত কাঠামো নির্ধারণ ও সিআর’রস কাউন্সিল গঠন করার মাধ্যমে। ডাকসু করার আগে যদি আমরা এটা করতে পারি তাহলে একটা ইতিবাচক পরিবর্তন সম্ভব। আর কমিউনিস্ট পার্টির সঙ্গে ছাত্র ইউনিয়নের কোন সাংগঠনিক সম্পর্ক নেই। যারা ছাত্র অবস্থায় ছাত্র ইউনিয়ন করে তারাই পরবর্তীতে কমিউনিস্ট পার্টিতে যায় বলে ছাত্র ইউনিয়নকে কমিউনিস্ট পার্টির লেজুর বলা যায় না ।