নাসির-মুক্তিসহ সিলেট আ. লীগ ও যুবলীগের চার নেতা ভারতে গ্রেপ্তার
প্রান্তডেস্ক:সিলেট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও নির্বাহী আদেশে জেলা পরিষেদের অপসারিত চেয়ারম্যান নাসির উদ্দিন খানসহ আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতাকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে।
নাসির ছাড়া গ্রেপ্তারকৃত অন্যরা হলেন- সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সহসভাপতি আবদুল লতিফ রিপন ও মহানগর আওয়ামী লীগের সদস্য ইলিয়াস হোসেন জুয়েল।
গ্রেপ্তারকৃতরা ৫ আগস্টের পর থেকে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন।
তাদের কী কারণে গ্রেপ্তার করা হয়েছে এ ব্যাপারে বিভিন্ন ধরণের তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে স্থানীয় থানায় একটি মামলা হয়। একটি সূত্র বলছে, ভারতে পুলিশকে না জানিয়ে অবস্থান পরিবর্তনের কারণে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ওই মামলায় চারজনকে গ্রেপ্তার করা হলেও আরো দুজন পলাতক রয়েছেন। তারা হলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাশ মিঠু।
সিলেট জেলা আওয়ামী লীগের দুই শীর্ষ নেতা নাম প্রকাশ না করে বলেছেন, ‘শিলংয়ের মুভমেন্ট পাস নিয়ে সংশ্লিষ্ট থানায় না জানিয়ে কলকাতায় চলে যাওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।’
জানা যায়, ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে নাসির উদ্দিন খানসহ কয়েকজন আওয়ামী লীগ নেতা শিলং পুলিশ বাজার থেকে খানিক দূরে একটি ফ্ল্যাটে ওঠেন।
কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের এক নেতা জানান, শিলং ছেড়ে কলকাতায় আসার সময় তারা স্থানীয় থানায় অবগত করে আসেননি। পরে ওই ফ্ল্যাটে গিয়ে পুলিশ খোঁজ নিলে ফ্ল্যাট কর্তৃপক্ষ তাদের থানায় যোগাযোগের জন্য বলে। কিন্তু কলকাতা থেকে শিলংয়ের দূরত্ব বেশি হওয়ায় তারা আবার সেখানে গিয়ে স্থানীয় থানা পুলিশের কাছে বিষয়টি অবগত করেননি।
কলকাতায় অবস্থান করছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সিলেট মহানগরের সাধারণ সম্পাদক নাঈম আহমদ। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ঘটনার সত্যমিথ্যা এখনো নিশ্চিত হতে পারিনি। তারা চারজন গ্রেপ্তার হয়েছেন জেনেছি। তবে যতটুকু জানি তারা শিলং থেকে মুভমেন্ট পাস নিয়েছিলেন। কিন্তু কলকাতায় চলে আসার সময় নিয়ম অনুযায়ী স্থানীয় থানায় অবগত করে আসেননি। তারা যে ফ্ল্যাটে ছিলেন সেখান থেকে ফোন দিয়ে তাদের বিষয়টি নিষ্পত্তি করার জন্য বলাও হয়েছিল। কিন্তু নানা কারণে তারা আবার শিলং যেতে পারেননি।’
মঙ্গলবার তাদেরকে শিলং আদালতে তোলার কথা রয়েছে।
কলকাতায় অবস্থানরত বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল জানান, তাদেরকে শিলংয়ের ডাউকি থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। মামলায় তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ, ছিনতাই ও ডাকাতির অভিযোগ করা হয়েছে।
তিনি বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত অপপ্রচারের নিন্দা জানিয়ে বলেন, ‘সত্যতা যাচাই না করে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের চরিত্র হনন করা অত্যন্ত নিম্নরুচির পরিচয়।
তিনি বলেন, আইনি প্রক্রিয়ায় আশা করি তারা সুবিচার পাবেন। স্থানীয় আদালতে সেখানকার আইনজীবীদের মাধ্যমে তাদেরকে আইনি সহযোগিতার ব্যবস্থা করা হয়েছে।(সৌজন্যে :সিলেট টু ডে ২৪.কম)