প্রান্তডেস্ক:রাজনৈতিক সংশ্লিষ্টতার ভিত্তিতে গত ১৫ বছরে ৮০ হাজারের বেশি পুলিশ সদস্য নিয়োগ হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এস এম সাজ্জাত আলী। দায়িত্ব নেওয়ার পর ডিএমপি মিডিয়া সেন্টারে প্রথম সংবাদ সম্মেলনে আজ সোমবার এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গত ১৫ বছরে যে নিয়োগ করা হয়েছে তাতে নানাভাবে যাচাই বাছাই করা হয়েছে এটা জানার জন্য যে প্রার্থী কোন দলের, তার বাবা-দাদা কোন দলের লোক, তার আরও পূর্বপুরুষেরা কোন দলের লোক এগুলো পর্যন্ত খবর নেওয়া হয়েছে।’এভাবে দুই লাখ সদস্যের মধ্যে প্রায় ৮০ থেকে ৯০ হাজার জনকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান তিনি। ‘আমরা এই ৮০ থেকে ৯০ হাজার পুলিশ সদস্যকে বাড়ি চলে যেতে বলতে পারি না,’ বলেন তিনি।কমিশনার বলেন, ছাত্র আন্দোলনের সময় পেশাগত দায়িত্বের বাইরে যারা কাজ করেছে তাদের অনেকেই পালিয়ে গেছে এবং পুলিশ তাদের অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় পুলিশ বাহিনীর সদস্যদের অপেশাদারি আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন পুলিশ কমিশনার।