আওয়ামী দস্যু খুনী নাসির উদ্দিনকে গ্রেফতার করছে রেব
প্রান্তডেস্ক:বাংঙ্গালী জাতির বিজয়ের মাস ডিসেম্বরের প্রথমদিনে সিলেট জেলা পরিষদের সামনের রাস্থা হতে আওয়ামীদস্যু ,ভুমিখেকো খুনি নাসির উদ্দিনকে গ্রেফতার করছে আইন প্রয়োগকারী রেপিড একশন বেটেলিয়ান।বিমানরন্দর থানাধীন ধুপাগুলের মৃত নুনু মিয়ার পুত্র ভুমিখেকো নাসির উদ্দিন।এলাকাবাসী জানান নাসির উদ্দিন এলাকার আদিবাসী “পাত্র”সম্প্রদাকে ভুমি থেকে উচ্ছেদ করে তাঁদেরকে এলাকা ছাড়া করেছে। দিনমজুর, ট্রকের হেলপার,ট্রাক হেলপার খেকে ট্রাক ড্রইবার, চোরাচালনী পাথরব্যবসায়ি, হালার মেশিনের মালিক,,হালার মালিকসমিতির সভাপতিতে নাসির উদ্দিনদিনের রূপান্ত ঘটে ।এই নাসির উদ্দিন বাংলাদেশের ঐতিহাসিক জুলাই বিপ্লব কালিন সময়ে গত১৯জুলাই ঐতিহাসিক কোর্ট পয়েন্টে বিক্ষুব্ধ জনতার উপর নির্বিচারে গুলি চালায়।আহতরা আজ্ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।গত ৫সেপ্টেম্বর কোতোয়ালি থানায় আহত একব্যক্তির দায়েরকরা মামলার অন্যতম আসামী নাসিরউদ্দিন কে-রেব গ্রেফতার করে কোতোযালী থানায় হস্তান্তর করে। উল্লেখ্য এই সন্ত্রসী নাসির উদ্দিন খাদিমনগর ইউনিয়ন আওয়ামীলীগের শ্রম বিষয়কসম্পাদক্।এবং সাবেক প্রতিমন্ত্রি জেলা আওয়ামীলীগ সভাপতি শফিকুররহমানের লাঠিয়াল।