অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক প্রমথেশ চন্দ্র বড়ুয়ার জন্ম ভারতের আসাম রাজ্যের গৌরীপুরে ১৯০৩ সালের ২৪ অক্টোবর। তার বাবার নাম প্রভাত চন্দ্র বড়ুয়া ও মা সরোজবালা বড়ুয়া। ১৯২০ সালে তিনি কলকাতার হেয়ার স্কুল থেকে প্রবেশিকা পাস করেন। ১৯২৪ সালে তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেন। ইউরোপ ভ্রমণ করার সময় চলচ্চিত্র জগতের প্রতি তার আগ্রহ জন্মে। ১৯২৮ সালে মনোনীত সদস্য হিসেবে আসাম আইনসভায় যোগ দেন। কিছুদিন পর তিনি কলকাতায় যান এবং পরিবারের আপত্তি সত্ত্বেও চলচ্চিত্র জগতে জড়িয়ে পড়েন। প্রথমে অভিনেতা হিসেবে তিনি নাম করেন। পরে চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্য লেখক হিসেবেও কাজ করেন। তিনি বাংলা ও হিন্দি চলচ্চিত্র জগতের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতারূপে প্রতিষ্ঠা পান। তিনি দ্বিতীয়বার ইউরোপ ভ্রমণে যান এবং লন্ডন থেকে চলচ্চিত্র নির্মাণের জন্য প্রশিক্ষণ নেন। প্যারিস থেকে চলচ্চিত্র নির্মাণের সামগ্রী ক্রয় করে তিনি ভারতে বড়ুয়া পিকচার্স নামে স্টুডিও স্থাপন করেন। ১৯৩১ সালে এই স্টুডিওর প্রথম চলচ্চিত্র ‘অপরাধী’ মুক্তি পায়। এতে তিনি সর্বপ্রথম কৃত্রিম আলোর ব্যবহার করেন এবং এটিই ভারতীয় চলচ্চিত্রশিল্পে প্রথম কৃত্রিম আলোর ব্যবহার। তিনিই সর্বপ্রথম ‘দেবদাস’ চলচ্চিত্রে ফ্লাশব্যাক মন্তাজ, টেলিপ্যাথি শট ও সাবজেকটিভ ক্যামেরার ব্যবহার করেন। ১৯৫১ সালের ২৯ নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন।