শিক্ষাবিদ ও জাতীয় অধ্যাপক আবদুর রাজ্জাকের জন্ম ১৯১৪ সালে ঢাকার নবাবগঞ্জে। তার বাবার নাম আবদুল আলী। ১৯৩১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক-অর্থনীতি বিভাগে ভর্তি হন। ১৯৩৬ সালে প্রথম শ্রেণিতে এমএ পাস করেন। ওই বছরই তিনি রাজনৈতিক-অর্থনীতি বিভাগে লেকচারার পদে যোগ দেন। পরে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে যোগ দেন এবং ১৯৭৫ সালে সিনিয়র লেকচারার হিসেবে অবসর নেন। অ্যাকাডেমিক ডিগ্রির প্রতি তার কোনো মোহ ছিল না, জাগতিক উন্নতির জন্যও তার তেমন আকাক্সক্ষা ছিল না। তবে তিনি অনুসন্ধিৎসু ব্যক্তিদের জ্ঞানের চাহিদা মেটাতে কার্পণ্য করতেন না। কয়েকটি প্রবন্ধ ও বক্তৃতা ছাড়া তার কোনো প্রকাশিত লেখা নেই। তার জ্ঞানের পরিধি বিস্তৃত ছিল; বিশেষত প্রতœতত্ত্ব, ইতিহাস ও রাজনীতিতে। তার শিষ্যরা তাকে ‘শিক্ষকের শিক্ষক’ নামে অভিহিত করত। ষাটের দশকে রাজনৈতিক বিরোধিতার কারণে আইয়ুব সরকার তাকে একবার বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত করতে উদ্যোগী হয়েছিল। অভিযোগ ছিল শিক্ষকতায় অমনোযোগিতা। আদালতে সরকার এ অভিযোগ প্রমাণে ব্যর্থ হওয়ায় তাকে চাকরিচ্যুত করা সম্ভব হয়নি। ১৯৭৩ সালে ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয় তাকে পিএইচডি ডিগ্রি প্রদান করে। বাংলাদেশ সরকার ১৯৭৫ সালে তাকে জাতীয় অধ্যাপক পদে অধিষ্ঠিত করে। ১৯৯৯ সালের ২৮ নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন।