অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃপাসিন্ধু ভট্টাচার্য্য আর নেই
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর, ২০২৪ ১২:১৫ অপরাহ্ণ | সংবাদটি ৮৪ বার পঠিত
প্রান্তডেস্ক:মৌলবীবাজার জেলাধীন ক্ষেমসহস্র গ্রামের অধিবাসী ,সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃপাসিন্ধু ভট্টাচায্য(৭৮) আর নেই।আজ ১৬নভেম্বর রাত ২-৩০মিনিটে সিলেটের একটি বেসরকারী হাসপাতালের (আই,সি,ইউ-)তে চিকিৎসাধীন অবস্হায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন ।মৃত্যুকালে তিনি তাঁর স্ত্রী গৌরী ভট্টাচার্য্য,তিন পুত্র ,তিন পুত্রবধু,তিন নাতিওএক নাতনি -সহ অসংখ্য অত্মীয় স্বজনও গুনগ্রাহী রেখে গেছেন।

