শিক্ষাবিদ, কবি, প্রাবন্ধিক ও সম্পাদক জিল্লুর রহমান সিদ্দিকীর জন্ম ঝিনাইদহ জেলায় ১৯২৮ সালের ২৩ ফেব্রুয়ারি। তার বাবার নাম ফজলুর রহমান সিদ্দিকী। ১৯৪১ সালে জলপাইগুড়ি জিলা স্কুলে সপ্তম শ্রেণিতে ভর্তি হন। ১৯৪৫ সালে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় স্টার মার্কসসহ প্রথম বিভাগ পেয়ে ভর্তি হন কলকাতা প্রেসিডেন্সি কলেজে। ১৯৪৭ সালে প্রথম বিভাগে আইএ পাস করেন। দেশভাগের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে ভর্তি হন। ১৯৫০ সালে বিএ অনার্স পরীক্ষায় প্রথম শ্রেণি এবং ১৯৫১ সালের এমএ পরীক্ষায়ও প্রথম শ্রেণি অর্জন করেন। ১৯৫২ সালে সরকারি বৃত্তি নিয়ে অক্সফোর্ডে ভর্তি হন। ১৯৫২ সালে রেডিও পাকিস্তান, ঢাকা কেন্দ্রে প্রোগ্রাম সহকারী হিসেবে কিছুদিন কাজ করেন। ১৯৫৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে লেকচারার পদে নিয়োগপ্রাপ্ত হন। পরে তিনি পদোন্নতি পেয়ে ইংরেজি বিভাগের রিডার ও বিভাগীয় প্রধান হন। ১৯৬১ সালে মুস্তাফা নূর-উল ইসলামের সঙ্গে প্রকাশ করেন ত্রৈমাসিক পূর্বমেঘ পত্রিকা। ১৯৭৪-৭৫ সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের খণ্ডকালীন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগ দেন। ১৯৮৪ সালে সেখানেই ইংরেজির অধ্যাপক হিসেবে পুনর্বার যোগ দেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর হিসেবেও কাজ করেছেন। ১৯৯০-৯১ সালে দেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন খ্যাতনামা এই শিক্ষাবিদ। তিনি বাংলা একাডেমি পুরস্কার, স্বাধীনতা পুরস্কারসহ বহু পুরস্কারে সম্মানিত হয়েছেন। ২০১৪ সালের ১১ নভেম্বর তিনি মারা যান।