কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৮ নভেম্বর, ২০২৪ ৩:৫৯ অপরাহ্ণ | সংবাদটি ২৩ বার পঠিত
প্রান্তডেস্ক:বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার রাত পৌণে ১০টার দিকে সিলেট মহানগরীর মদিনা মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত ইকবাল হোসেন (৪৫) কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এবং কোম্পানীগঞ্জের ইসলামপুর গ্রামের আবদুল মালেক আমিনের ছেলে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল জানান, ইকবালের বিরুদ্ধে কোতোয়ালী থানায় বিস্ফোরক দ্রব্যাদি আইন মামলা রয়েছে। তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।