কলকাতা উপ-হাইকমিশনের প্রথম প্রেস সচিব হলেন তারিকুল ইসলাম
সাংবাদিক মো. তারিকুল ইসলাম ভূঁইয়া
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনাব মো. তারিকুল ইসলাম ভূঁইয়াকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সাথে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে ০১ (এক) বছর মেয়াদে বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতা, ভারত মিশনের প্রেস উইংয়ে প্রথম সচিব (প্রেস) পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
আরও বলা হয়েছে, এ নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়।
উল্লেখ্য, তারিক চয়ন সর্বশেষ দৈনিক মানবজমিনে কর্মরত ছিলেন। এছাড়া তিনি দেশ-বিদেশের বিভিন্ন পত্রিকায় কলাম লেখেন। চয়নের গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলায়। কুমিল্লা জিলা স্কুলের ২০০২ (এসএসসি) ব্যাচের শিক্ষার্থী ছিলেন চয়ন।