আওয়ামী লীগের সাথে গণতন্ত্র মানায় না: সিলেট সালাহ উদ্দিন আহমদ
প্রান্তডেস্ক:বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, ‘জুলাই-আগস্ট বিপ্লবের অনেক কাহিনি আমরা জানি। আমি আজ খোলাসা করে বলতে চাই, যদি বিদেশে বসে আমাদের প্রিয় নেতা তারেক রহমান ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতৃত্ব না দিতেন, হয়তো আমরা এই দিন দেখতাম না।’
আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত শোভাযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।আওয়ামী লীগের মুখে গণতন্ত্র মানায় না মন্তব্য করে সালাউদ্দিন আহমদ বলেন, ‘আওয়ামী লীগ এবং গণতন্ত্র পরস্পরবিরোধী।আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র যায় না। আওয়ামী লীগ কখনো গণতন্ত্র দেখায়নি, তারা গণতন্ত্রকে হত্যা করেছে।’তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে যারা বিদেশে বন্ধক দিয়ে বাংলাদেশের গদিতে যারা সিরাজসাই হতে চেয়েছিল, তারাই আজ বাংলাদেশ থেকে পালিয়েছে।’
সালাউদ্দিন আহমদ বলেন, ‘যারা সশস্ত্র গণহত্যা চালিয়েছিল, যাদের সরিয়ে ফ্যাসিবাদমুক্ত করতে সহস্রাধিক ছাত্র-জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে; তারা আবার এ দেশে রাজনীতি করার পাঁয়তারা করছে।’
তিনি প্রশ্ন রেখে বলেন, ‘বাংলাদেশের জনগণ কাদের বিরুদ্ধে অভ্যুত্থান, বিপ্লব করেছিল? ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে তো? যদি বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের দুঃশাসনের কবল থেকে মুক্ত হওয়ার জন্য আন্দোলন-সংগ্রাম করে থাকে, তাহলে আজকে যারা বলছেন আওয়ামী লীগের নির্বাচন করা জায়েজ কি না; তাদের বলি, এটা জনগণ নির্ধারণ করবে। তারাই ঠিক করবে আওয়ামী লীগ বাংলাদেশে আবার রাজনীতি করার অধিকার রাখে কি না।’
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, প্রমুখ।