দুই ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
প্রকাশিত হয়েছে : ৭ নভেম্বর, ২০২৪ ১:৪২ অপরাহ্ণ | সংবাদটি ২৩ বার পঠিত
প্রান্তডেস্ক:সিলেটে দায়িত্বরত পুলিশের দুই জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তারা সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা ছিলেন।
বুধবার (৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই ২ কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন প্রজ্ঞাপনগুলোয় সই করেন।
বাধ্যতামূলক অবসরে পাঠানো দুই কর্মকর্তা হলেন- সিলেট মহানগর পুলিশের (এসএমপি) সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং হবিগঞ্জের মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আজিজুর রহমান সরকার।