আজ সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিশফাক আহমদ মিশুর দ্বিতীয় প্রয়ান বার্ষিকী, তৃতীয় মৃত্যু দিন।
প্রকাশিত হয়েছে : ৫ নভেম্বর, ২০২৪ ৩:৩৮ অপরাহ্ণ | সংবাদটি ৪২ বার পঠিত
“এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ।
মরণে তাহাই তুমি করেগেলে দান।”
-রবীন্দ্রনাথ ঠাকুর
প্রান্তডেস্ক:আজ সিলেটের কৃতি সংস্কৃতিজন, কৃতি মডেল, সাংস্কৃতিক সংগঠক, লিটল থিয়েটারে নাট্যজন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সিলেট মহানগর শাখার সভাপতি।মিশফাক আহমদ মিশুর দ্বিতীয় প্রয়ান বার্ষিকী, তৃতীয় মৃত্যু দিন। ২০২২ সালের ৫ নবেম্বর ভোর রাতে সবাইকে কাঁদিয়ে মিশু পরপারে পাড়ি জমায়। প্রয়ান দিবসে মিশুর বিদেহী আত্মার চির শান্তি কামনা করছে সিলেটের সাধারন মানুষজন।