হবিগঞ্জের সাবেক এসপি মুরাদসহ ৫৫ পুলিশের বিরুদ্ধে বিএনপির মামলা
প্রকাশিত হয়েছে : ৩ নভেম্বর, ২০২৪ ৩:৫৭ অপরাহ্ণ | সংবাদটি ৪৭ বার পঠিত
শুনানি শেষে বিচারক অধিকতর শুনানির জন্য আগামী ৫ ডিসেম্বর নির্ধারণ করেন।
মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ২২ ডিসেম্বর বিকাল ৩টায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে আয়োজিত মিছিলে পুলিশের নির্বিচারে গুলি ও টিয়ারশেলের আঘাতে তিন শতাধিক নেতা-কর্মী আহত হন। এ ঘটনায় তৎকালীন সময়ে আদালতে মামলা দেয়া হলেও আদালতের বিচারক মামলা গ্রহণে অপারগতা প্রকাশ করেন।
আদালতে মামলা দায়েরকালে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ উপস্থিত ছিলেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘ন্যায়বিচারের প্রত্যাশায় দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে মামলা করা হয়েছে।’