প্রান্তডেস্ক:যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের বাকি মাত্র একদিন। আগামী মঙ্গলবার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে তার আগেই অনেক রাজ্যে আগাম ভোট কার্যক্রম চলছে।
এবারের নির্বাচনের আগে দেশটিতে রেকর্ড সংখ্যক আগাম ভোট পড়েছে। এরই মধ্যে আগাম ভোট দিয়েছেন প্রায় ৬ কোটি ভোটার। যুক্তরাষ্ট্রে ভোট দেওয়ার বয়স হয়েছে এমন মোট জনসংখ্যা ২৩ কোটির বেশি। তবে নিবন্ধিত ভোটার প্রায় ১৬ কোটি।
আগাম ভোটের বুথ-ফেরত জরিপ বলছে, আনুষ্ঠানিক ভোটগ্রহণের আগে আগাম ভোটে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। এমনকি সাত দোদুল্যমান রাজ্যের আগাম ভোটে ছয়টিতেই এগিয়ে রয়েছেন কমলা। শুধুমাত্র নেভাদায় কমলার থেকে এগিয়ে আছেন ট্রাম্প।
এবার আগাম ভোটের রেকর্ড হার দেখে উচ্ছ্বসিত রিপাবলিকান ও ডেমোক্র্যাট দুই শিবিরই। আগাম ভোট শুরুর পর থেকে কোন প্রার্থীর ব্যালটে ভোট বেশি পড়ছে, তা হিসেব করতে প্রতিনিয়ত জরিপ হচ্ছে। সর্বশেষ তিনটি জরিপে দেখা গেছে, ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন কমলা।
জরিপে দেখা গেছে, গত নির্বাচনের তুলনায় এবার বেশি আগাম ভোট পেয়েছেন রিপাবলিকানরা। তারপরও সেটি প্রতিদ্বন্দ্বী প্রার্থী কমলাকে টপকে যেতে পারেনি। আগাম ভোট নিয়ে জরিপ করেছে এবিসি নিউজ-ইপসোস, নিউ ইয়র্ক টাইমস-সিয়েনা কলেজ ও সিএনএন। তিনটি জরিপেই সুবিধাজনক অবস্থানে রয়েছেন কমলা। নিউ ইয়র্ক টাইমস-সিয়েনা কলেজের জরিপে ৫৯ থেকে ৪০, এবিসি নিউজ-ইপসোসে ৬২ থেকে ৩৩ এবং সিএনএনের জরিপে ট্রাম্পের চেয়ে ১৯ থেকে ২৯ পয়েন্টের মধ্যে সুবিধাজনক অবস্থানে রয়েছেন কমলা।
২০১৬ সালের নির্বাচনে প্রথম নারী প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের চেয়েও বেশি আগাম ভোট পেয়েছেন কমলা হ্যারিস। সে সময় তৎকালীন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ট্রাম্পের চেয়ে ৮ থেকে ১৬ পয়েন্ট এগিয়ে সুবিধাজনক অবস্থানে ছিলেন হিলারি।
তবে আগাম ভোটে যেই এগিয়ে থাকুক না কেন, এবারও শেষ পর্যন্ত নির্বাচনের ফল নির্ধারিত হবে দোদুল্যমান সাত অঙ্গরাজ্যের ভোটে। জরিপে দেখা গেছে এসব রাজ্যেও আগাম ভোটে স্বস্তিতে আছেন ডেমোক্র্যাটরা। দোদুল্যমান রাজ্যের আগাম ভোটারদের নিয়ে করা সর্বশেষ চারটি জরিপে দেখা গেছে, দোদুল্যমান সাত অঙ্গরাজ্যের মধ্যে ছয়টিতে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা।
জরিপগুলো করেছে মারিস্ট, সিএনএন, ফক্স নিউজ এবং ইউএসএ টুডেÑসাফোক ইউনিভার্সিটি। জরিপে অ্যারিজোনায় ৯ থেকে ১২ পয়েন্ট, জর্জিয়ায় ৭ থেকে ১০ পয়েন্ট, মিশিগানে ২৬ থেকে ৩৯ পয়েন্ট, নর্থ ক্যারোলিনায় ২ থেকে ৬ পয়েন্ট, পেনসিলভানিয়ায় ১৭ থেকে ৩৫ পয়েন্ট ও উইসকনসিনে ২২ থেকে ৬০ পয়েন্ট এগিয়ে সুবিধাজনক অবস্থানে আছেন কমলা। তবে নেভাদায় কমলা হ্যারিসের চেয়ে ট্রাম্প ৬ পয়েন্ট ব্যবধানে এগিয়ে রয়েছেন।
যুক্তরাষ্ট্রের নিবন্ধিত ভোটারের সবাই আবার ভোট দেন না। সর্বশেষ ২০২০ সালের নির্বাচনে ভোট পড়ার হার ছিল ৬৬ শতাংশ, যা ছিল গত দশ দশকের মধ্যে সর্বোচ্চ। তবে আগাম ভোটে এগিয়ে থাকলেও, এখনই জয়ের ব্যাপারে নিশ্চয়তার সুযোগ নেই। তবে যে কোনো প্রার্থীর জন্যই আগাম ভোটের জরিপে এগিয়ে থাকার অর্থ সুবিধাজনক অবস্থানে থেকে মূল নির্বাচনে যাওয়া। দুই প্রার্থীর মধ্যে শেষ হাসি কে হাসবেন সেটি জানতে তাই অপেক্ষা করতে হবে ৫ নভেম্বর পর্যন্ত।
সূত্র: মার্কিন গণমাধ্যম