সিলেটে উদীচীর ৫৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
প্রান্তডেস্ক:মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকাল ৫ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে “মানুষ ছাড়া ক্ষ্যাপারে তুই মূল হারাবি” স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।
আয়োজনের শুরুতে উদীচী সিলেট জেলার সদ্য প্রয়াত সভাপতি কবি, সংগঠক, শিল্পী এনায়েত হাসান মানিকের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। উদীচী-সিলেটের ভারপ্রাপ্ত সভাপতি মাধব রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেবব্রত পাল মিন্টুর পরিচালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবুল কাশেম।
এছাড়াও আলোচনা করেন উদীচী সিলেটের সাবেক সভাপতি, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ সিলেটের সভাপতি কবি একে শেরাম, সম্মিলিত নাট্যপরিষদ, সিলেটের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন।
প্রধান আলোচকের বক্তব্যে অধ্যাপক ড. আবুল কাশেম বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক অস্থিরতার এই সময়ে উদীচীকে আরোও ব্যাপক আকারে গণমানুষের যে সংগ্রাম, সেই সংগ্রামকে ধারণ করে মাঠে ময়দানে অবস্থান নিতে হবে। ক্রমাগত সংস্কৃতিচর্চার মাধ্যমেই উদীচী জনমানুষের সংগ্রামকে তুলে ধরতে সক্ষম হবে।
সভাপতির বক্তব্যে উদীচী শিল্পীগোষ্ঠী সিলেট জেলা সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাধব রায় বলেন, সত্যেন সেন এবং রণেশ দাশগুপ্তের সংগঠন উদীচী এদেশের সকল গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক এবং সাংস্কৃতিক লড়াইয়ে জনমানুষের পক্ষে থেকেছে, ভবিষ্যতেও এই সংগ্রাম অব্যাহত রাখবে।
এসময় উপস্থিত ছিলেন বাসদ সিলেট জেলার আহবায়ক আবু জাফর, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলার অন্যতম নেতা চয়ন দেব, চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলার আহবায়ক নাজিকুল ভুইয়া রানা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রণ্ট, সিলেট জেলার সভাপতি সঞ্জয় কান্ত দাস, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সিলেট জেলার সভাপতি মনীষা ওয়াহিদ প্রমুখ।
সংক্ষিপ্ত আলোচনার পরে উদীচী সিলেট জেলার শিল্পীবৃন্দ গণসংগীত পরিবেশন করেন। এছাড়াও একক সংগীত পরিবেশন করেন বিশিষ্ট গণসংগীতশিল্পী অংশুমান দত্ত অঞ্জন, উত্তম চৌধুরী, রতন দেব, মিজানুর রহমান, স্বন্দীপ দেব প্রমুখ।