ব্রাহ্মণবাড়িয়ার চিকিৎসক নেতা আবু সাঈদ ৫ দিনের রিমান্ডে
প্রান্তডেস্ক:ব্রাহ্মণবাড়িয়ার প্রভাবশালী আওয়ামীপন্থি চিকিৎসক নেতা আবু সাঈদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৮ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়া আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আফরিন আহমেদ হ্যাপি এই আদেশ দেন।
ডা. আবু সাঈদ বিএমএ’র সাধারণ সম্পাদক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি। এছাড়া তিনি জেলা আওয়ামী লীগের সহসভাপতি পদে আছেন৷ আবু সাঈদ ব্রাহ্মণবাড়িয়ার সাবেক সিভিল সার্জন ছিলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
এর আগে রোববার (২৭ অক্টোবর) দুপুরে আবু সাঈদকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ থেকে গ্রেফতার করে র্যাব-৯ এর সদস্যরা। তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। তাকে ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার একটি মামলায় গ্রেফতার দেখা হয়েছে। অন্য মামলায় তিনি উচ্চ আদালত থেকে অস্থায়ী জামিনে ছিলেন।