বিশেষ মন্তব্য ::রাষ্ট্রপতির পদ ঘিরে অহেতুক বিতর্ক অনাকাঙ্ক্ষিত

এই ছোট ঘটনা থেকে বিতাড়িত প্রধানমন্ত্রীর পদে থাকা-না থাকা; পদত্যাগপত্র নিয়ে প্রথমে রাষ্ট্রপতির একরকম কথা বলা এবং সর্বশেষ বিষয়টি ‘মীমাংসিত’ বলে রাষ্ট্রপতির দপ্তর থেকে জানানো হয়। কিন্তু এ ঘটনা নিয়ে এখন নানা গুঞ্জন শুরু হয়েছে। যেমন– রাষ্ট্রপতি তাঁর পদে থাকার নৈতিক ও আইনি যোগ্যতা হারিয়েছেন কিনা; রাষ্ট্রপতির অবিলম্বে পদত্যাগেরও দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। তিনি পদত্যাগ করলে বা তাঁকে পদত্যাগে বাধ্য করা হলে নতুন রাষ্ট্রপতি কীভাবে নিযুক্ত হবেন, সেসব প্রশ্ন আলোচনায় আসছে।