জামায়াত আমিরের সঙ্গে জাতিসংঘ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর, ২০২৪ ৪:০৬ অপরাহ্ণ | সংবাদটি ৩১ বার পঠিত
প্রান্তডেস্ক:বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাতিসংঘের প্রতিনিধিদল।মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা হুমা খান সৌজন্য সাক্ষাৎ করেন।
দুপক্ষের মধ্যে আন্তরিকতাপূর্ণ পরিবেশে পারস্পরিক মতবিনিময় হয়েছে বলে জানিয়েছে দলটি। এসময় তারা বংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করেন। জামায়াতে ইসলামী উপস্থাপিত সংস্কার প্রস্তাবের বিভিন্ন বিষয় সম্পর্কে জাতিসংঘ প্রতিনিধিদল জানতে চান। জামায়াত আমির সংস্কার প্রস্তাবের বিভিন্ন দিক তুলে ধরেন।