শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতির মন্তব্য, যা বললেন হাসনাত আব্দুল্লাহ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত
এই পোস্ট দেওয়ার কিছু সময় পর তিনি একটি ভিডিও শেয়ার করেন। যার ক্যাপশনে তিনি লেখেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী শক্তির উত্থান ও পুনর্বাসন ঠেকাতে দলমত নির্বিশেষে জাতীয় ঐক্যের বিকল্প নেই।’
ভিডিওতে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে বিএনপি-জামায়াতকে পাশে থাকার আহ্বান জানান তিনি।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ খুঁজে পাননি বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন।
দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানিয়েছেন বলে একটি সাপ্তাহিকে প্রতিবেদন প্রকাশ পেয়েছে। যা নিয়ে সর্ব মহলে চলছে আলোচনা-সমালোচনা। এর প্রেক্ষিতেই হাসনাত আব্দুল্লাহ এই পোস্ট দিয়েছেন।
এর আগে গত ৫ অগাস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেছিলেন, ‘আপনারা জানেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি।’