সিনিয়র সচিব পদমর্যাদায় রাষ্ট্রদূত হলেন মুশফিকুল ফজল আনসারী
যুক্তরাষ্ট্রে মুশফিকুল ফজল আনসারী হোয়াইট হাউস এবং জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা হিসেবে কাজ করছেন। এছাড়াও তিনি মানবাধিকার সংস্থা রাইট টু ফ্রিডমের নির্বাহী পরিচালক এবং অ্যাম্বাসেডর উইলিয়াম বি মাইলাম সম্পাদিত বৈদেশিক নীতি ম্যাগাজিন সাউথ এশিয়া পারসপেক্টিভস-এর নির্বাহী সম্পাদক হিসেবেও কাজ করছেন।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে যুক্ত ছিলেন। ঢাকার তেজগাঁও কলেজ ছাত্রদলের সহ-সভাপতিসহ মহানগর ও কেন্দ্রীয় ছাত্রদলের বিভিন্ন দায়িত্বও পালন করেন তিনি।
সিলেটের সন্তান মুশফিকুল ফজল আনসারী জাস্ট নিউজ বিডি ডট নেটের প্রধান সম্পাদক।