সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের ছোট ভাইভাই গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর, ২০২৪ ১২:১১ অপরাহ্ণ | সংবাদটি ১১৫ বার পঠিত
প্রান্তডেস্ক:সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের ছোট ভাই ইফতেখার আহমদ বদরুলকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সহিসংসতা ঘটানোর অভিযোগে দায়েরকৃত মামলায় রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রহিমপুর ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।বদরুল কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন গণমাধ্যমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।


