টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর, ২০২৪ ২:২৮ অপরাহ্ণ | সংবাদটি ৯২ বার পঠিত

সাকিব। পুরাতন ছবি
প্রান্তডেস্ক:টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। আসছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে মিরপুর টেস্ট খেলেই এই ফরম্যাটকে বিদায় জানাবেন তিনি। এরইমাঝে টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষ ম্যাচ তিনি খেলে ফেলেছেন।
অবসরের কথা জানিয়ে সাকিব প্রেস কনফারেন্সে বলেন ‘আমার মনে হয় টি-টোয়েন্টি তে আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি, মিরপুর টেস্টে (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট’।
সাকিব জানিয়েছেন, অবসরের বিষয়ে তিনি এরই মধ্যে নির্বাচক প্যানেলের সঙ্গে আলোচনা করেছেন। সর্বশেষ ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে টেস্ট খেলেছেন সাকিব। এরপর দেশে ফেরা হয়নি তার। তবে দেশে ফিরে নিরাপদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে অবসর নিতে চান।

