সুনামগঞ্জে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
প্রান্তডেস্ক:বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সুনামগঞ্জে আরটিভির সাংবাদিক শহিদনুর আহমদ ও সময় টিভির সাংবাদিক হিমাদ্রী শেখর ভদ্রের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সুনামগঞ্জের সাংবাদিকরা। সোমবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১২টায় সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে মানববন্ধনে অংশ নিয়েছে জেলা পর্যায়ের সব সাংবাদিক।
মানববন্ধনে বক্তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানানো হয়। তারা বলেন, গত ৬ আগস্ট শান্তিগঞ্জ উপজেলা বৈষম্যবিরোধী ছাত্রজনতার বিক্ষোভ মিছিলের সংবাদ সংগ্রহ করে যাওয়ার পথে শান্তিগঞ্জ পয়েন্টের সুলতানপুর রোডে ছাত্রলীগের নেতা ও
উপজেলা ভাইস চেয়ারম্যানের নির্দেশে পরিকল্পিতভাবে সংঘবদ্ধ আক্রমণের শিকার হন সাংবাদিক শহীদনূর আহমেদ। এ সময় তার হাতে থাকা ক্যামেরা ও মোবাইল ফোন ভাঙচুর করে হামলাকারীরা। অন্যদিকে ১১ আগস্ট সময় টিভির সাংবাদিক হিমাদ্রী শেখর ভদ্র দিরাই উপজেলায় সংবাদ সংগ্রহ করতে গেলে সিলেট ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা তার ওপর হামলা চালায়।
মানববন্ধনে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক পংকজ কান্দি দে, লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর, সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরীসহ অন্যরা।
সাংবাদিক শহীদ নূরের ওপর হামলার ঘটনায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নূর হোসেন ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম আহমদসহ ১৫ জনের নামে ও অজ্ঞাতনামা আরো ৫ জনকে আসামি করে মামলা হয়েছে।