দক্ষিণ সুরমায় মাথায় গু লি বি দ্ধ স্কুলছাত্রের জ্ঞান ফেরেনি এখনো
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট, ২০২৪ ৫:১৩ অপরাহ্ণ | সংবাদটি ৩২ বার পঠিত
প্রান্তডেস্ক:রাইয়ান আহমদ (১৬)। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন সিলাম ডালিপাড়া গ্রামের নানু মিয়ার ছেলে। স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র।
৫ আগস্ট হাসিনা সরকার পতনের পর সেও গিয়েছিলো বিজয় মিছিলে। কিন্তু বুঝতে পারেনি- ভয়ংকর রূপে থাকা পুলিশ তার দিকে নির্বিচারে গুলি ছুঁড়বে। এখন পর্যন্ত জ্ঞান ফিরেনি তার। উন্নত চিকিৎসার জন্য শনিবার (১৭ আগস্ট) সকালে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়েছে।
জানা যায়ম ৫ আগস্ট বিকালে বিজয় মিছিল থেকে দক্ষিণ সুরমা থানা ঘেরাও করা হয়। এসময় সেখানে রাইয়ান উপস্থিত ছিলো। পুলিশ এসময় মুহুর্মুহু গুলি ছুড়লে একটি বুলেট এসে রাইয়ানের মাথায় লাগে। পরে তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। কিন্তু এই ১২ দিনেও জ্ঞান ফিরেনি তার। শেষ পর্যন্ত উন্নতি চিকিৎসার জন্য শনিবার সকালে তাকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।
শনিবার দুপুরে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌছায়। এরপর আরিফুল হকের তত্বাবধানে রাইয়ানকে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়।