প্রান্তডেস্ক:ছোট পর্দার অভিনেতা সৈয়দ গোলাম সারোয়ার মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। গতকাল (১৫ আগস্ট) তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।বৃহস্পতিবার (১৫ আগস্ট) সৈয়দ গোলাম সারোয়ারের ফেসবুকে পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে বাবু। তিনি বলেন, ‘আপনাদের প্রিয় মানুষটি আর নেই। আজ সকাল ছয়টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। রুহের মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া চাইছি। উনার ভুলত্রুটি সবাই নিজ গুণে ক্ষমা করে দেবেন।’