পুলিশ ও কারাগার সূত্রে জান গেছে, শুক্রবার সকাল ৯টার দিকে রংপুর কেন্দ্রীয় কারাগারে কয়েদিদের মধ্যে দুপক্ষের মারামারি এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এতে কারাগারে থাকা রংপুরের পীরগঞ্জের মাহবুবের ছেলে বাহারুল বাদশা মারা যান। পরে কারা কর্তৃপক্ষ সেনাবাহিনী, রংপুর মেট্রোপলিটন পুলিশ ও জেলা প্রশাসক উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নিহত বাহারুল বাদশার মরদেহ রংপুরে মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান দেশ রূপান্তরকে জানান, বর্তমানে কারাগারের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কি কারণে মারামারি বা সংঘর্ষের ঘটনা ঘটেছে তিনি জানাতে পারেননি।