তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প
প্রান্তডেস্ক:মধ্য এশিয়ার দেশ তাইওয়ানের পূর্বাঞ্চলের হুয়ালিয়েন শহরে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (১৬ আগস্ট) এ ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সকালে তাইওয়ানের হুয়ালিয়েন শহর ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে। এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আবহাওয়া দফতর জানিয়েছে, এ ভূমিকম্পের উৎপত্তি সমতল থেকে ৯ দশমিক ৭ কিলোমিটার গভীরে ছিল।
এছাড়া বৃহস্পতিবার (১৫ আগস্ট) গভীর রাতেও দেশটির উত্তর-পূর্ব উপকূলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এরপরেই আবহাওয়া দফতরের কর্মকর্তরা আগামী কয়েক দিনের জন্য পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেন।ভূমিকম্পের জেরে শহরটিতে কম গতিতে রেল চলাচল অব্যাহত রয়েছে।