সিলেটে আ. লীগের ৮১ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
প্রান্তডেস্ক:সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৮১ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।গতকাল(১৫ আগস্ট, বৃহস্পতিবার ) দুপুরে জুবায়ের আহমেদ ওরফে ইমরান (২৪) নামের একজন মামলাটি করেন। তিনি সদর উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের কালীবাড়ি গ্রামের বাসিন্দা।
মামলায় আসামি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আপ্তাব আলী কালা মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াকুব আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান রানা, স্বেচ্ছাসেবক লীগ নেতা আতাউর রহমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক আলা উদ্দিনের নাম আছে।
মলায় উল্লেখ, উপজেলার সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়কের বুড়দেও উপজেলা পরিষদ গেট ও কোম্পানীগঞ্জ থানা বাজারে সোনালী ব্যাংকের সামনের রাস্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৩ ও ৪ আগস্ট বেআইনিভাবে দলবদ্ধ হয়ে হত্যার উদ্দেশ্যে বাদীকে মারধর করে জখম করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বদিউজ্জামান বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
মামলায় আসামি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আপ্তাব আলী কালা মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াকুব আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান রানা, স্বেচ্ছাসেবক লীগ নেতা আতাউর রহমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক আলা উদ্দিনের নাম আছে।