বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে যা বললেন মোদি
প্রান্তডেস্ক:বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে ভারতেও। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন দেশটিতে। যা নিয়ে উঠেছে প্রশ্ন। একই সঙ্গে ভারতীয় মিডিয়ায় অতিরঞ্জিত করে প্রচার করা হচ্ছে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণের বিষয়টি। যা নিয়ে এবার ভারতের স্বাধীনতা দিবস ১৫ আগস্টের দিন জাতির উদ্দেশে ভাষণে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কথা বলেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এ সময় তিনি বলেছেন, ‘প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশে যা হয়েছে তা নিয়ে উদ্বেগের বিষয়টা আমি বুঝি। আমি আশা করব, দ্রুত সেখানে পরিস্থিতি স্বাভাবিক হবে।’
বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে উদ্বেগ প্রকাশ করে মোদি বলেন, ‘১৪০ কোটি দেশবাসী চাইছেন, সে দেশে হিন্দু এবং সংখ্যালঘুদের সুরক্ষার দিকটি নিশ্চিত করা হোক। ভারত বরাবর চেয়ে এসেছে সেখানে সুখ এবং শান্তি বজায় থাকুক। শান্তির বিষয়ে আমরা অঙ্গীকারবদ্ধ। ভবিষ্যতেও বাংলাদেশের বিকাশের জন্য আমাদের শুভকামনা থাকবে। কারণ আমরা মানবতার পক্ষে।’