উত্তপ্ত সারা দেশ, সংঘর্ষে নিহত ১২
প্রকাশিত হয়েছে : ৪ আগস্ট, ২০২৪ ৪:১৫ অপরাহ্ণ | সংবাদটি ১৭ বার পঠিত
প্রান্তডেস্ক:বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘অসহযোগ আন্দোলন’কে ঘিরে সারা দেশে সংঘর্ষ-সহিংসতায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।
এছাড়া বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
রোববার (৪ আগস্ট) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত সংঘর্ষে এই প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে পাবনায় তিনজন, মুন্সিগঞ্জে দুইজন, বগুড়ায় দুইজন, রংপুর দুইজন এবং বরিশাল, মাগুরা ও সিরাজগঞ্জে একজন করে নিহত হয়েছেন।