সরকার পতনের আন্দোলনে সর্বাত্মক শামিল হোন
প্রান্তডেস্ক:বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের এক দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (৪ আগস্ট) সকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
মির্জা ফখরুল বলেন, ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলন দমন করতে জনগণের ওপর যুদ্ধ ঘোষণা করেছে সরকার। তাদের সন্ত্রাসী কার্যক্রমে বিশ্ববাসী হতবাক। তিনি বলেন, সমস্ত দেশ আজ অগ্নিগর্ভ। সব শ্রেণী পেশার মানুষ আজ সরকারের বিরুদ্ধে একাট্টা। এই মূহুর্তে দলের নেতাকর্মীসহ দেশবাসীকে রাজপথে নেমে সরকার পতনের আন্দোলনে সর্বাত্মকভাবে শামিল হওয়ার আহ্বান জানাচ্ছি।
বিএনপির মহাসচিব বলেন, এ সরকার ত্রাস সৃষ্টি করে নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিতে চায়। ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়। আদালত ব্যবহার করে দেশের অবস্থা পয়েন্ট অব রিটার্নে নিয়ে গেছে।
আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে ফখরুল বলেন, আপনাদের প্রতি আহ্বান আমাদের সন্তানদের যেনো আর রক্ত না ঝড়ে। আপনাদের সামনে আজ মহা দায়িত্ব জনগণের পাশে দাঁড়ানোর। চলমান যুদ্ধে তাদের সহায়তা করুন।
তিনি বলেন, জনতার উত্তাল আন্দোনলের মুখে কোনো সরকার টিকে থাকতে পারেনি। এই গণজাগরণ আমি দেখেছি ৭১ এ। তার চেয়ে বেশি গণজাগরণ শুরু হয়ে গেছে। রুখে দাঁড়ানোর এই সময়। যত বিলম্ব হবে ক্ষতি হবে দেশ ও জাতির, বেশি ক্ষতি হবে আওয়ামী লীগের।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সেলিমা রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক জেড রিয়াজ উদ্দিন খান নসু এবং সহদপ্তর সম্পাদক সাইফুল ইসলাম টিপু।