বিতর্কিত মন্ত্রীদের বাদ দেওয়ার পরামর্শ ১৪ দলের নেতাদের
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ এর সভাপতি হাসানুল হক ইনু ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘কোটা আন্দোলন কেন্দ্র করে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। আমরা বলেছি আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে। প্রধানমন্ত্রী জানিয়েছেন, তিনি শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়েছেন এবং তাদের সঙ্গেআলোচনার চেষ্টা করছেন। তাদের যদি কোনো দাবি বাদ থাকে, সেগুলোও মেনে নিবেন। এমনকি তারা (আন্দোলনকারীরা) একদফা দাবি নিয়ে আলোচনা করতে চাইলেও প্রধানমন্ত্রী রাজি আছেন।’
ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, ‘দেশের সার্বিক পরিবেশ পরিস্থিতি নিয়ে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করেছি। সমস্যা কি ভাবে সমাধান হবে সে বিষয়ে তিনি বিস্তারিত তুলে ধরেছেন। তিনি শিক্ষার্থীদের দাবি সহনশীলতার সঙ্গে মেনে নিয়েছেন। এছাড়াও শিক্ষার্থীরা যেনো হয়রানির শিকার না হয় এবং শিক্ষা প্রতিষ্ঠান যেনো খুলে দেওয়া যায় সে বিষয়ে চেষ্টা করছেন। এছাড়াও আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করতে প্রধানমন্ত্রী সর্বোচ্চ চেষ্টা করছেন।’