ভাঙচুরের প্রতিবাদে ১৯ সংগঠনের মানববন্ধন, সাড়া মেলেনি তারকা শিল্পীদের
প্রান্তডেস্ক:কোটা বৈষম্য আন্দোলনকে কেন্দ্র করে স্বাধীনতাবিরোধী যে চক্র বাংলাদেশ সরকারকে অকার্যকরের লক্ষে বাংলাদেশ টেলিভিশনে ভাঙচুর, মেট্রো রেল স্টেশন, এলিভেটর এক্সপ্রেস টোল প্লাজাসহ দেশের বিভিন্ন জনসেবামূলক স্থাপনায় অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক হামলা চালিয়েছে তাদের চিহ্নিত করে বিচারের দাবিতে মানববন্ধন করেছেন চলচ্চিত্র সম্মিলিত পরিষদ (১৯ সংগঠন)।
সকাল সাড়ে ১০টার দিকে এফডিসির প্রযোজক সমিতির সামনে তারা এ কর্মসূচি পালন করেন। তবে অঞ্জনা রহমান ও অরুণা বিশ্বাসকে ছাড়া এ মানববন্ধনে দেখা যায়নি কোনো এ সময়ের তারকা শিল্পীকেই। এছাড়া চলচ্চিত্র শিল্পী সমিতি ও পরিচালক সমিতির কোনো নেতাকেও দেখা যায়নি এ মানববন্ধনে। এমনকি চিত্রনায়ক রিয়াজ ও ফেরদৌস এই কর্মসূচিতে উপস্থিত থাকার কথা থাকলেও উপস্থিত হতে পারেননি তারাও।

পরিচালক শাহ আলম কিরণের সঞ্চালনায় ও চলচ্চিত্র সম্মিলিত পরিষদের (১৯ সংগঠন) সভাপতি খোরশেদ আলম খসরুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন পরিচালক মুশফিকুর রহমান গুলজার, প্রযোজক আলিমুল্লাহ খোকন, অভিনেত্রী অরুণা বিশ্বাস, অঞ্জনা রহমান, রোকেয়া প্রাচী।শিল্পীদের উপস্থিত না হওয়ার বিয়টি জানতে চাইলেন চলচ্চিত্র সম্মিলিত পরিষদের (১৯ সংগঠন) সভাপতি খোরশেদ আলম খসরু গনমাধ্যম কে বলেন, ‘আমাদের এ কর্মসূচির সঙ্গে অনেকে একমত নাও হতে পারেন। যারা একমত হয়েছেন তারাই এসেছেন। আমরা সবাইকে জানিয়েছি। অনেক শিল্পী কর্মসূচিতে আসার প্রস্তুতি নিয়ে বসেছিলেন কিন্তু বৈরি আবহাওয়ার কারণে অনেকে মানবন্ধনে উপস্থিত হতে পারেনি।’