ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডে কারা কী প্রতিক্রিয়া জানাল
প্রান্তডেস্ক:ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে রাজধানী তেহরানে হত্যা করা হয়েছে। ইরানের আধাসামরিক বিপ্লবী গার্ড বাহিনী এই তথ্য জানিয়েছে। এই ঘটনায় বিভিন্ন দেশ, ব্যক্তি ও সংস্থা শোক ও প্রতিক্রিয়া জানিয়েছেন। কারা কী প্রতিক্রিয়া জানিয়েছে তা তুলে ধরা হলো-
হামাস
হামাসের সিনিয়র কর্মকর্তা সামি আবু জুহরি বলেছেন, ‘ভাই হানিয়ার এই হত্যাকাণ্ড ইসরায়েলি দখলদারিত্বের একটি গুরুতর উত্তেজনা বৃদ্ধি । তারা হামাস এবং আমাদের জনগণের মনোবল ভাঙার এবং মিথ্যা লক্ষ্য অর্জনের চেষ্টা করছে। আমরা নিশ্চিত যে, এই উত্তেজনা তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হবে। হামাস একটি ধারণা এবং একটি প্রতিষ্ঠান, ব্যক্তির উপর নির্ভরশীল নয়। হামাস এই পথে চলতে থাকবে, ত্যাগের পরোয়া না করেই এবং আমরা বিজয়ে আত্মবিশ্বাসী।
ফিলিস্তিনি জিহাদ
ফিলিস্তিনি ইসলামিক জিহাদের উপ-মহাসচিব মুহাম্মদ আল-হিন্ডি বলেন, এই হত্যাকাণ্ড কেবল ফিলিস্তিনি প্রতিরোধ এবং বিশেষত হামাসের বিরুদ্ধে নয়, ইরানের বিরুদ্ধেও। ইসরায়েল পতনের দ্বারপ্রান্তে। ইসরায়েলের এই হত্যাকাণ্ড বিভ্রান্তি এবং তার লক্ষ্য অর্জনে অক্ষমতাকে প্রতিফলিত করে। ইসরায়েল তার ইতিহাসে প্রথমবারের মতো এমন প্রতিরোধের মুখোমুখি হচ্ছে।
ইসরায়েলের মন্ত্রী
ইসরায়েলের হেরিটেজ মন্ত্রী অমিচাই এলিয়াহু মন্তব্য করেন, ‘নোংরামি থেকে এটি বিশ্বকে পরিষ্কার করার সঠিক উপায়। আর কোনো কাল্পনিক শান্তি/আত্মসমর্পণ চুক্তি নয়। আর কোনো দয়া নয়। তাদের আঘাত করার লৌহ মুষ্টিই শান্তি আনবে এবং যারা শান্তি চায় তাদের সাথে আমাদের শান্তিতে বসবাসের ক্ষমতাকে শক্তিশালী করবে। হানিয়ার মৃত্যুতে বিশ্ব কিছুটা ভালো হয়েছে।
ইরান
ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, তেহরানে হানিয়ার শহীদ হওয়া তেহরান, ফিলিস্তিন এবং প্রতিরোধ আন্দোলনের মধ্যে গভীর এবং অবিচ্ছেদ্%