প্রান্তডেস্ক:বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছে ভারতের তিনটি ছাত্র সংগঠন ও একটি ছাত্র সংগঠনের জোট।
সংগঠনগুলো হলো- প্রোগ্রেসিফ স্টুডেন্টস গ্রুপ, স্টুডেন্ট অর্গানাইজেশন্স অফ ইন্ডিয়া, অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এবং সর্বভারতীয় গণতান্ত্রিক ছাত্র সংগঠন (এআইডিএসও)।
পৃথক বিবৃতিতে সংগঠনগুলো কোটা আন্দোলন ঘিরে সহিংসতা ও হতাহতের ঘটনায় উদ্বেগ জানিয়েছে।
রংপুরে পুলিশের গুলিতে এক শিক্ষার্থী নিহত হয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ‘সরকারের জনবিরোধী ভূমিকা অত্যন্ত নিন্দনীয়। আমরা বাংলাদেশের ছাত্র সমাজের এই আন্দোলনের প্রতি সম্পূর্ণ সংহতি জ্ঞাপন করছি। পাশাপাশি সারা বিশ্বের গণতান্ত্রিক মনোভাবাপন্ন শিক্ষার্থীসহ জনসাধারণকে এই আন্দোলনের পক্ষে তীব্র জনমত গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। সংগ্রাম দীর্ঘজীবী হোক।’