প্রান্তডেস্ক:দেশের ক্রীড়াঙ্গনকে শোকের মাতমে আচ্ছন্ন করে পরপারে পাড়ি জমালেন দেশের দাবা অঙ্গনের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। দাবার কোর্ট ধরেই যার জীবনের উত্থান, সেই দাবা খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন জিয়া। গতকাল পল্টনে জাতীয় দাবার ৪৮তম আসরে আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে ম্যাচ চলাকালে হৃদক্রিয়াজনিত অসুস্থতা বোধ করেন। তড়িঘড়ি করে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হলে প্রায় ২০ মিনিট ফেরানোর চেষ্টা করার পর কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।পল্টনের দাবা ফেডারেশনে জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের ১২তম রাউন্ড চলছিল। গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে ভালো অবস্থানে ছিলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। হঠাৎ পড়ে যান। তার প্রতিপক্ষ গ্র্যান্ডমাস্টার রাজীব বলেন, ‘প্রায় তিন ঘণ্টা ধরে খেলা চলছিল। এর মাঝেই বাঁদিকে কাত হয়ে পড়ে যান জিয়া ভাই। আমি ভেবেছিলাম নিচ থেকে হয়তো পানির বোতল তুলছেন। আমি জিজ্ঞেস করতে যাব এমন সময় তিনি পুরোপুরি পড়ে যান। আমি গিয়ে তাকে ধরার চেষ্টা করি। সবাই ছুটে আসেন এবং দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়।’ দাবা ফেডারেশনের প্রধান বিচারক হারুনুর রশিদ ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন, ‘জিয়া খেলতে খেলতে চেয়ার থেকে পড়ে যায়। তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসা হলেও বাঁচানো যায়নি। ডাক্তাররা অনেক চেষ্টা করেছেন কিন্তু তার জ্ঞান ফেরাতে পারেননি। শেষ পর্যন্ত মৃত ঘোষণা করেছেন।’ জাতীয় দাবা ফেডারেশনের পিস সেটআপ অ্যাসিস্ট্যান্ট মুবাশশির বিন শাহিদ সনদ দেশ রূপান্তরকে বলেন, ‘বিকেল ৫টা ৪৫ থেকে ৫টা ৫০-এর মধ্যে অসুস্থবোধ করে পড়ে যান জিয়া। গাড়িতে করে হাসপাতালে নিয়ে আসার পথেই তার শ্বাস-প্রশ্বাস থেমে গিয়েছিল বলে মনে হয়। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকেরা কোনো স্পন্দন পাচ্ছিলেন না। অনেকক্ষণ চেষ্টার পর তাকে মৃত ঘোষণা করা হয়।’