কিডন্যাপার দের হাতে যুবক খুনের ঘটনায় একজন গ্রেফতার
প্রান্তডেস্ক:সিলেট মহানগরের আম্বরখানায় কিডন্যাপারদের মারধরে যুবক আবুল হাসানের (২৯) নিহতের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (২২ জুন) দিবাগত রাত ২টার দিকে কাজীটুলা মক্তবগলি এলাকায় অভিযান পরিচালনা করে ওই আসামীকে গ্রেফতার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ।গ্রেফতারকৃত আসামী ১৯ বছর বয়সী রায়হান আহমদ কাজীটুলার উবায়দুল হকের ছেলে।
উপকমিশনার আজবাহার আলী বলেন, ‘ওই আসমীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আসামী রায়হান আহমদ (১৯) বিজ্ঞ আদালতে ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে ফৌ. কা. বি. ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তীমূলক জবানবন্দি প্রদান করে এবং আরো সহযোগী সকল আসামীর নাম ঠিকানা প্রকাশ করে। আদালতের নির্দেশে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। অপরাপর পলাতক আসামীদের গ্রেফতারের অভিযান ও মামলা তদন্ত অব্যাহত আছে।’