ঈদুলআজহা উপলক্ষ্যে দেশবাসীসহবিশ্ববাসীকে”সিলেটপ্রান্ত”সম্পাদকের শুভেচ্ছা
প্রন্তডেস্ক:পবিত্র ইসলাম ধর্মাবলম্বীদের(মুসলমানদের) অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা সমাগত ।পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে অনলাইন দৈনিকওসাপ্তাহিক সিলেট প্রান্তের স্ম্পাদক, প্রকাশক , সামাজিক সংগঠন সিলেট ডেভলাপমেন্ট কাউন্সিল(এস.ডি.সি)’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সমাজসেবী-খন্দকারমামুন আলী আখতার দেশবাসী সহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।শুভেচ্ছা বার্তায় তিনি বলেন ঈদুল আজহা ধর্মপ্রাণ মুসলমানদের জন্য ত্যাগের মহিমায় উদ্ভাসিত পরম আনন্দের একটি দিন। সারা বিশ্বের মুসলমানরা ঈদুল আজহায় মহান আল্লাহর সন্তুষ্টি ও করুণা লাভের জন্য পশু কোরবানি দিয়ে থাকেন। মহান আল্লাহর কাছে হজরত ইবরাহিম আ:-এর পূর্ণ আত্মসমর্পণ ও হজরত ইসমাইল আ:-এর সুমহান ত্যাগের স্মৃতিবিজড়িত পবিত্র ঈদুল আজহা। কোরবানির মহিমা আমাদের অন্তরলোকের সঙ্কীর্ণতা ধুয়ে দেয়। ইসলামের এই মহান চেতনাকে ধারণ করে ত্যাগ, ধৈর্য ও তিতিক্ষার ভেতর দিয়ে পরিপূর্ণ মানুষ হয়ে ওঠার শিক্ষায় আমরা ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনকে গৌরবান্বিত করে তুলতে পারি।আসুন এবারের ঈদুল আজহা উদযাপনের মধ্য দিয়ে আমরা ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনকে গৌরবান্বিত করে তোলার দৃপ্তশপথে উজ্জিবিত হয়ে মহান আল্লাহর সন্তুষ্টি ও করুণা লাভের চেষ্ঠা করি।