চীন-পাকিস্তান নিয়ে মোদির ভাবনা জানালেন জয়শঙ্ক

ছবি: সংগৃহীত
ভারতের দুই প্রতিবেশী দেশ চীন এবং পাকিস্তান নিয়ে প্রথম দিনই ইতিবাচক মন্তব্য শোনা গেল তার মুখে। পাশাপাশি তিনি মোদির নেতৃত্বে বিশ্বে ভারত কতটা এগিয়েছে সে বিষয়টি সবাইকে মনে করিয়ে দিলেন । মোদি জমানাতেই পররাষ্ট্রনীতি এক অন্য মাত্রায় পৌঁছেছে বলেও দাবি করেন জয়শঙ্কর। খবর আনন্দবাজারের।
রবিবার (৯ জুন) মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন জয়শঙ্কর। বিজেপির রাজ্যসভার এমপি তিনি। সোমবার বিকেলে নিজের বাসভবনে নতুন মন্ত্রীদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পরই মন্ত্রণালয় বণ্টন করা হয়। দেখা যায়, গতবারের মতোই এবারও জয়শঙ্করকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।
দায়িত্ব পাওয়ার পরের দিনই দপ্তরে আসেন জয়শঙ্কর। দায়িত্ব গ্রহণ করেন তিনি। তার পরই সংবাদসংস্থা এএনআইকে দেয়া সাক্ষাৎকারে একাধিক বিষয় নিয়ে তার ভাবনা তুলে ধরেন জয়শঙ্কর। পাকিস্তান ও চীনের সঙ্গে সম্পর্ক উন্নতির পাশাপাশি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি স্থায়ী সদস্যপদ নিয়েও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান তিনি।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি সম্পূর্ণরূপে আশাবাদী, আগামী দিনে প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে পররাষ্ট্রনীতি আরো সফল হবে। বিশ্বে ভারতের প্রভাব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এটি শুধুমাত্র আমাদের উপলব্ধি নয়, অন্য দেশগুলিও মনে করে ভারত সত্যি তাদের বন্ধু।
তারা দেখেছে, জি-২০ সম্মেলনে ভারত কীভাবে সভাপতিত্ব করেছে। আমাদের দায়িত্ব বৃদ্ধি পাচ্ছে। শীঘ্রই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ পাবে ভারত, এই আশাও প্রকাশ করেছেন জয়শঙ্কর।