মেজরটিলায় টিলাধসে প্রাণ গেল একই পরিবারের ৩ জনের
প্রকাশিত হয়েছে : ১০ জুন, ২০২৪ ৪:২১ অপরাহ্ণ | সংবাদটি ৩৭ বার পঠিত
প্রান্তডেস্ক:সিলেট মহানগরীর মেজরটিলা এলাকার চামেলিবাগে টিলাধসে একই পরিবারের তিনজন মারা গেছেন। সোমবার (১০ জুন) ভোর ছয়টার দিকে টিলাধসে দুই পরিবারের ছয়জন মাটির নিচে চাপা পড়ে। তাদের মধ্যে তিনজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। জানা গেছে, চামেলিবাগের টিলার পাশে একটি বাসায় দুই ভাই পরিবার নিয়ে থাকেন।
আজ ভোরে টিলা ধসে দুই পরিবারের ৬ জন মাটি চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে তাদের মধ্যে তিন জনকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। পরে দুপুরের দিকে তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশীদ চৌধুরী বলেন, তিনজন মারা গেছেন।