আধুনিক ভারতের সবচেয়ে জনপ্রিয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী মকবুল ফিদা হুসেন ২০১১ সালের ৯ জুন মৃত্যুবরণ করেন। হুসেনকে বলা হতো ‘ভারতের পিকাসো’। হুসেনের চিত্রকর্মের সংখ্যা ৬০ হাজারের মতো বলে উল্লেখ করা হয়, এর বাইরেও রয়েছে তার ছাপাই ছবি ও আলোকচিত্র ও চলচ্চিত্র। জীবদ্দশাতেই তিনি প্রায় কিংবদন্তির নায়কে পরিণত হয়েছিলেন। হুসেন ১৯১৫ সালের ১৭ সেপ্টেম্বর মুম্বাইয়ের সন্নিকটে পান্ধারপুরে জন্মগ্রহণ করেন। তার দেড় বছর বয়সেই মা জৈনব মারা যান। তার পিতা ফিদা আবার বিয়ে করেন এবং পরিবার নিয়ে ইন্দোর চলে যান। ইন্দোরে হুসেন প্রাথমিক শিক্ষাপ্রাপ্ত হন। ২০ বছর বয়সে মুম্বাইয়ে এসে জে জে স্কুল অব আর্টসে শিক্ষানবিশি শুরু হয় হুসেনের। পরিণত বয়সে পিকাসোর মতোই বিবিধ, বিচিত্র উৎস থেকে তিনি চিত্রকর্মের বিষয় আহরণ করেছেন হিন্দুধর্ম ও পুরাণ, ইতিহাস, রাজনীতি, সাহিত্য, ব্যক্তিত্ব, সমসাময়িক ঘটনা কোনোটিই তার নজর এড়ায়নি। স্বল্প সময়ের মধ্যেই হুসেন স্বাতন্ত্র্য ও খ্যাতি অর্জন করেন। চলচ্চিত্রকার হিসেবেও হুসেন পুরস্কৃত, আলোচিত ও সমালোচিত হয়েছেন। ১৯৬৭ সালে তার প্রামাণ্যচিত্র ‘থ্রু দি আইস অব আ পেইন্টার’ বার্লিন চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্র হিসেবে পুরস্কৃত হয়। চলচ্চিত্রাভিনেত্রী মাধুরী দীক্ষিতকে নিয়ে সিরিজ চিত্র আঁকার পাশাপাশি মাধুরীকে নায়িকা করে নির্মাণ করেন চলচ্চিত্র গজগামিনী। জীবনভর আলোচিত-সমালোচিত থেকে স্বেচ্ছানির্বাসনেই মৃত্যুবরণ করেন শিল্পী মকবুল ফিদা হুসেন।