এমইউ উপাচার্যের পিতার মৃত্যুতে শাবিপ্রবি উপাচার্যের শোক
প্রান্তডেস্ক:দেশের অন্যতম শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হকের পিতা জবরু মিয়ার (৬৮) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
শুক্রবার (৭ জুন) ভোররাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জবরু মিয়া। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শাবিপ্রবি উপাচার্য শোকবার্তায় বলেন, সহকর্মী ড. জহুরুল হক শাকিলের বাবার মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। আমি শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং মহান আল্লাহর নিকট বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি যেন তিনি তাঁকে জান্নাত দান করেন। (আমিন)