জেলা আইনজীবি সমিতির সভাপতির মাতৃবিয়োগ, প্রতিমন্ত্রী শফিক চৌধুরীর শোক
প্রান্তডেস্ক:সিলেট জেলা আইনজীবি সমিতি সভাপতি অ্যাডভোকেট অশোক পুরকায়স্থ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থের মা বিজন রাণী পুরকায়স্থের (৮৫) মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি।
বৃহস্পতিবার (৬ জুন) রাতে এক বার্তায় তিনি এই শোক প্রকাশ করেন। শোকবার্তায় প্রয়াতের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি সমবেদনা জানান প্রতিমন্ত্রী।
উল্লেখ্য, সিলেট জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট অশোক পুরকায়স্থ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংঙ্গঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থের মা বিজন রাণী পুরকায়স্থ (৮৫) বার্ধক্যজনিত কারণে নিজবাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবার রাত এগারোটায় চালিবন্দর মহাশ্মশানে তাঁহার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।