অ স্ত্র ও মাদক সহ র্যাব আটক করেছে দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে
প্রান্তডেস্ক:অস্ত্র ও মাদকদ্রব্যসহ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর হাতে ধরা পড়েছে দেলোয়ার হোসেন (৪০) নামেরএকজন ব্রিটিশ নাগরিক । র্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের একটি টিম শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগান থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং মাদকদ্রব্যসহ ওই যুবককে আটক করে। তার বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় ।
আজ (২৭ মে,সোমবার) দুপুরে শ্রীমঙ্গল কার্যালয়ে প্রেস ব্রিফিং করে র্যাব-৯ এর লিগেল এন্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন- আমরা খবর পাই, জাগছড়া চা বাগানের একটি পরিত্যক্ত বাড়িতে দেলোয়ার হোসেন তার সহযোগিদের নিয়ে মাদক সেবন করছে। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে দেলোয়ার হোসেনকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও মাদকদ্রব্যসহ আটক করি। তবে তার সহযোগিরা পালিয়ে যায়। দেলোয়ারের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা এলাকায়।

