কম্বোডিয়ার খেমাররুজ দলের নেতা পলপট’জন্ম দিন আজ
প্রকাশিত হয়েছে : ১৯ মে, ২০২৪ ৫:৩১ অপরাহ্ণ | সংবাদটি ৪৮ বার পঠিত
প্রান্তডেস্ক:পল পট (/pɒl pɒt/; Khmer: ប៉ុល ពត; জন্ম: ১৯ মে ১৯২৫ – মৃত্যু: ১৫ এপ্রিল ১৯৯৮) ছিলেন কম্বোডিয়ার খেমাররুজ দলের নেতা। তিনি দলটির নেতৃত্বে ছিলেন ১৯৬৩ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত। তার দল রাজধানী নমপেন দখল করলে ১৯৭৫ সালে তিনি কম্বোডিয়ার শাসনক্ষমতা লাভ করেন এবং ১৯৭৯ সালে পার্শ্ববর্তী ভিয়েতনাম কর্তৃক ক্ষমতা থেকে উৎখাত হন।